
ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সেখানে দাঁড়ানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তিরা সেটিতে আগুন দিয়ে সরে পড়ে। রাজধানীর নিউমার্কেট এলাকার নীলক্ষেত মোড়ে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিউ সুপার ভিশন নামের ওই বাসটিতে আগুন দেয় অবরোধকারীরা। লালবাগ থানার এসআই জাহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার পরিদর্শক মো. ফরহাদ জানান। এদিকে, মতিঝিল থানার গলিতে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাফুফে ভবনের সামনে একটি থামানো বাসে আগুন দিয়ে পালিয়ে যায় অগ্নিসংযোগকারীরা। অন্যদিকে, সকালে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি যাত্রীবাহী আগুন দেয় অজ্ঞাত ব্যক্তিরা। প্রত্যক্ষদর্শী জানান, শাপলা চত্বরের সামনে দিবানিশি পরিবহনের একটি বাসে এসময় আগুন দেওয়া হয়েছে। তবে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বাসে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেননি। এ ছাড়া দুপুরে বনশ্রী এলাকায় রফরফ পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বাসে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মন্তব্য
No comments:
Post a Comment