Wednesday, January 21, 2015

বিহারে দাঙ্গা: দশ মুসলমানকে বাঁচালেন এক হিন্দু নারী:RTNN

বিহারে দাঙ্গা: দশ মুসলমানকে বাঁচালেন এক হিন্দু নারী আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: ভারতের বিহার রাজ্যে চলতি সপ্তাহের সাম্প্রদায়িক দাঙ্গার সময় উগ্র হিন্দুদের আক্রমণ থেকে ১০ মুসলমানের প্রাণ বাঁচালেন এক হিন্দু বিধবা নারী। রবিবার প্রায় ৫,০০০ উগ্র হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ আজিজপুর গ্রামে আক্রমণ চালালে শেইল দেবী এসব অসহায় মুসলমানদের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন। এক হিন্দু যুবকের মৃত্যুকে কেন্দ্র ক
রে সৃষ্ট ওই দাঙ্গায় চারজন প্রাণ হারায় যাদের অন্তত তিনজনই হতভাগ্য মুসলমান। এসময় অন্তত ২৫টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শেইল দেবী বলেন, ‘আমি আমার মুসলিম প্রতিবেশীদের আশ্রয় দিয়েছিলাম কারণ উগ্ররা তাদের মেরে ফেলতে পারত।’ তিনি জানান, তিনি ও তার দুই মেয়ে এ সময় বাড়ির বাইরে পাহারা দিয়েছেন। ‘আমি দাঙ্গাবাজদের কাছে মিথ্যা বলেছি যে আমার বাড়িতে কোনো মুসলমান নেই। যদিও তারা আমার বাড়িতে ঢুকতে চেয়েছিল কিন্তু আমার বাধার মুখে তারা ফিরে যায়।’ আশ্রয় পাওয়াদের একজন ছিলেন আশ মোহাম্মদ (৬০। তিনি বলেন, ‘শেইল ছিলেন আমাদের কাছে আল্লাহ প্রেরিত ফেরেশতার মতই।’ পরে শেইলের প্রতিবেশীরা তাকে সতর্ক করে দেয় যে দাঙ্গাবাজরা তাকে শাস্তি দিতে পারে। এ অবস্থায় তিনি আবার আশ মোহাম্মদের বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং পরে জেলা প্রশাসনের আশ্বাসে বাড়িতে ফিরে আসেন। বিহারের মুখ্যমন্ত্রী জিতান রাম মনঝি বুধবার সকালে শেইল দেবির সঙ্গে দেখা করে তার প্রশংসা করেন এবং তাকে ৫১ হাজার রুপি পুরস্কার দেন। দাঙ্গার ঘটনায় পুলিশ ৫,০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং  এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে। সূত্র: এনডিটিভি মন্তব্য      


No comments:

Post a Comment