Tuesday, January 20, 2015

আদালতের দরকার নাই, পাড়ায় মহল্লায় বিচার হবে: মহসিন:Time News

আদালতের দরকার নাই, পাড়ায় মহল্লায় বিচার হবে: মহসিন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২০ জানুয়ারি, ২০১৫ ০১:২০:৩৪ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী জানিয়েছেন, দুষ্কৃতিকারিদের দেখামাত্রই গুলির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তিনি বলেন, নাশকতাকারীদেরকে মানবতা দেখানো যায় না। এদেরকে শ্যুট অ্যান্ড সাইডের ভিত্তিতে কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, দ্রুত বিচার আদালতের দরকার নাই। এদেরকে পাড়ায় মহল্লায় বিচার করা
হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধে সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ বার্ন ইউনিটে এসে দেখলাম পেইনফুল, বেদনাদায়ক, দুঃখজনক পরিস্থিতি। মানবতার জন্য সবাই আমরা কথা বলি। মানুষ এখন মৃত্যু যন্ত্রণায় কাতারাচ্ছে। কীভাবে তা সহ্য করবো? মহসীন আলী আরও বলেন, ‘আমরা যখন আইন করতে যাই তখন আপনারাই মানবতার কথা বলেন। আজকে পার্লামেন্ট চলছে। আমরা এ সংঘাতের বিষয়টি তুলে ধরবো। এক সপ্তাহের মধ্যে আমরা এটি সমাধানের চেষ্টা করবো। এআর


No comments:

Post a Comment