Thursday, January 1, 2015

প্রতিমন্ত্রী চুমকির বিরুদ্ধে মানহানির মামলা :Natun Barta

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমানের আদালতে অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন চৌধুরী বিনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
rver/adserve/www/delivery/ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> মামলায় বাদী অভিযোগ করেন, ‘গত ৩০ ডিসেম্বর গাজীপুর জেলা তথ্য অফিসে এক আলোচনাসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা ও অসৎ বক্তব্য দিয়েছেন প্রতিমন্ত্রী চুমকি। যা পরদিন (৩১ ডিসেম্বর) বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়। মেহের আফরোজ চুমকির এ বক্তব্য ছিল অসৎ, বানোয়াট ও মানহানিকর। আসামির এসব বক্তব্য খালেদা জিয়া, তারেক রহমান ও বাদীকে হেয়প্রতিপন্ন করেছে।” প্রসঙ্গত, ওইদিনের বক্তব্যে প্রতিমন্ত্রী চুমকি বলেন, “বছরের সবচেয়ে ব্যর্থ নেত্রী খালেদা জিয়া, শ্রেষ্ঠ বেয়াদব তারেক।” তার এ বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারার বিধান মতে এ মামলাটি দায়ের করা হয়। নতুন বার্তা/এআর/জবা  


No comments:

Post a Comment