Tuesday, December 23, 2014

শত বছরের মসজিদকে জাদুঘর বানিয়েছে ইসরাইল:Time News

শত বছরের মসজিদকে জাদুঘর বানিয়েছে ইসরাইল টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ২৩ ডিসেম্বর, ২০১৪ ১৪:১৫:০১ স্থানীয় প্রায় ১০ হাজার মুসলমানের নামাজের কোনো জায়গা না থাকলেও একটি ঐতিহাসিক মসজিদকে জাদুঘরে রূপান্তরিত করেছে ইসরাইল। আরবস্ ৪৮ ডটকম স্থানীয়দের বরাত দিয়ে এক রিপোর্টে জানিয়েছে, ইসরাইলি কতৃপক্ষ বির আল-সাবে গ্রান্ড মসজিদকে ইসলামি সাংস্কৃতিক জাদুঘর বানিয়েছে। যদিও ওই এলাকায় মুসলমানদের দৈনন্দিন প্রার্থনার কোনো জা
য়গা নেই। ১৯০৬ সালে অটোমান শাসনামলে মসজিদটি তৈরি করা হয়েছিল। ১৯৪৮ সালে ফিলিস্তিনি নাকবার সময় এটিকে হাজতখানা হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী সময়ে এটি ম্যাজিস্ট্রেট আদালতে রূপান্তরিত হয়। ১৯৫৩ সালে এটিকে জাদুঘর বানানো হয়। ১৯৯২ সালে জীর্ণশীর্ণ হয়ে পড়লে মসজিদটি বন্ধ করে দেয়া হয়। বির আল-সাবে ওই এলাকার একমাত্র মসজিদ। দীর্ঘদিন ধরে মুসলমানেরা মসজিদটি খুলে দেয়ার দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন, অন্তত জুমার নামাজের জন্য হলেও সেটি যেন খুলে দেয়া হয়। ২০১৫ সালের জুন নাগাদ জাদুঘরের প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে। এএইচ


No comments:

Post a Comment