তরা চায় আমি আরও খেলি। যদিও বিশ্বকাপের পরেও টি২০ ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আফ্রিদি। কারণ তার লক্ষ্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে বিশ্বসেরার খেতাব এনে দেওয়া। ১৯৯৬ সালে দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফ্রিদির। আফ্রিদি মানেই ঝড়, আফ্রিদি মানে ওভার বাউন্ডারি, আর বোলারদের কাছে বিভীষিকা। ১৮ বছর ধরে এই একটা নাম পাকিস্তান ক্রিকেটকে একটা আলদা জায়গায় নিয়ে গিয়েছে। ৩৮৯ টি ওয়ানডে খেলে আফ্রিদি রান করেছেন ৭৮৭০ রান, গড় ২৩.৪৯। হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ৩৯১টি উইকেট। তবে আফ্রিদিকে বোঝাতে এসব পরিসংখ্যান নেহাতই তুচ্ছ। কারণ আফ্রিদি হলেন এমন একজন যিনি ব্যাটে নামলেই অসম্ভবকে এক লহমায় সম্ভব করে দেন। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা ম্যাচ উইনারদের মধ্যে বুম বুম আফ্রিদির নাম উপরের দিকে থাকবে। জেডআই
Tuesday, December 23, 2014
আফ্রিদির শেষ ইচ্ছা:Time News
তরা চায় আমি আরও খেলি। যদিও বিশ্বকাপের পরেও টি২০ ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আফ্রিদি। কারণ তার লক্ষ্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে বিশ্বসেরার খেতাব এনে দেওয়া। ১৯৯৬ সালে দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফ্রিদির। আফ্রিদি মানেই ঝড়, আফ্রিদি মানে ওভার বাউন্ডারি, আর বোলারদের কাছে বিভীষিকা। ১৮ বছর ধরে এই একটা নাম পাকিস্তান ক্রিকেটকে একটা আলদা জায়গায় নিয়ে গিয়েছে। ৩৮৯ টি ওয়ানডে খেলে আফ্রিদি রান করেছেন ৭৮৭০ রান, গড় ২৩.৪৯। হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ৩৯১টি উইকেট। তবে আফ্রিদিকে বোঝাতে এসব পরিসংখ্যান নেহাতই তুচ্ছ। কারণ আফ্রিদি হলেন এমন একজন যিনি ব্যাটে নামলেই অসম্ভবকে এক লহমায় সম্ভব করে দেন। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা ম্যাচ উইনারদের মধ্যে বুম বুম আফ্রিদির নাম উপরের দিকে থাকবে। জেডআই
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment