ল। তাই ঘুমানো হয়েছিল একটু রাত করেই। এ কারণে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল দাঊদ। কিন্তু ভোরবেলায় ঘড়ির অ্যালার্মটি বাজেনি যান্ত্রিক ত্রুটির কারণে। আর এতেই বেচে গেছে সে। দাঊদই তার ক্লাসের একমাত্র ছাত্র যে বেঁচে আছে। মঙ্গলবার পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে পাকিস্তান তালেবানের ৯ সদস্য গ্রেনেড ও বন্দুক নিয়ে এই হামলা চালায়। তাদের নারকীয় হত্যাযজ্ঞে নিহত হয়েছে ১৩২ স্কুলশিক্ষার্থীসহ ১৪২ জন। শিক্ষার্থীদেরকে অত্যন্ত কাছে থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন এমএ
Wednesday, December 17, 2014
মৃত্যুর অ্যালার্ম বাজেনি যার:Time News
মৃত্যুর অ্যালার্ম বাজেনি যার ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৭ ডিসেম্বর, ২০১৪ ১৭:৪৪:৪৮ সকালবেলা অ্যালার্ম দেয়া ছিল ঘড়িতে। কিন্তু অ্যালার্মটা ঠিকমতো কাজ করেনি সেদিন। তাতেই রক্ষা পাওয়া গেছে। বলা হচ্ছে গতকাল মঙ্গলবার পাকিস্তানের স্কুলে নারকীয় হামলা থেকে বেঁচে যাওয়া এক স্কুলছাত্রের কথা। দাঊদ ইব্রাহিম নামের নবম শ্রেণীর ওই ছাত্র ওইদিন স্কুলে যেতে পারেনি। এর আগের রাতে সে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি
ল। তাই ঘুমানো হয়েছিল একটু রাত করেই। এ কারণে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল দাঊদ। কিন্তু ভোরবেলায় ঘড়ির অ্যালার্মটি বাজেনি যান্ত্রিক ত্রুটির কারণে। আর এতেই বেচে গেছে সে। দাঊদই তার ক্লাসের একমাত্র ছাত্র যে বেঁচে আছে। মঙ্গলবার পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে পাকিস্তান তালেবানের ৯ সদস্য গ্রেনেড ও বন্দুক নিয়ে এই হামলা চালায়। তাদের নারকীয় হত্যাযজ্ঞে নিহত হয়েছে ১৩২ স্কুলশিক্ষার্থীসহ ১৪২ জন। শিক্ষার্থীদেরকে অত্যন্ত কাছে থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন এমএ
ল। তাই ঘুমানো হয়েছিল একটু রাত করেই। এ কারণে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল দাঊদ। কিন্তু ভোরবেলায় ঘড়ির অ্যালার্মটি বাজেনি যান্ত্রিক ত্রুটির কারণে। আর এতেই বেচে গেছে সে। দাঊদই তার ক্লাসের একমাত্র ছাত্র যে বেঁচে আছে। মঙ্গলবার পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে পাকিস্তান তালেবানের ৯ সদস্য গ্রেনেড ও বন্দুক নিয়ে এই হামলা চালায়। তাদের নারকীয় হত্যাযজ্ঞে নিহত হয়েছে ১৩২ স্কুলশিক্ষার্থীসহ ১৪২ জন। শিক্ষার্থীদেরকে অত্যন্ত কাছে থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন এমএ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment