Tuesday, December 2, 2014

তুরস্কের জন্য পুতিনের উপহার:RTNN

তুরস্কের জন্য পুতিনের উপহার আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন আঙ্কারা: তুরস্ক সফরকালে আকস্মিক এক ঘোষণায় সবাইকে চমকে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি উদীয়মান অর্থনৈতিক শক্তি তুরস্কের জন্য রাশিয়ার গ্যাসের দরজা খুলে দিলেন। রাশিয়া ঘোষণা করেছে যে তারা পূর্ব ইউরোপে গ্যাস সরবরাহের জন্য ৪০০০ কোটি ডলার ব্যয়ে যে সাউথ স্ট্রিম পাইপলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছিল তা বাতিল করা হলো। এখন এই পাইপলাইন
টি স্থাপন করা হবে তুরস্ক পর্যন্ত। ইউক্রেন সংকট নিয়ে ইউরোপের সাথে বিরোধের জের ধরে আকস্মিকভাবেই রাশিয়া এই ঘোষণা দিল। তুরস্কের জন্য হ্রাসকৃত মূল্যে গ্যাস সরবরাহ করার ঘোষণাও দিয়েছে রাশিয়া। পহেলা জানুয়ারি থেকে রাশিয়া গ্যাসের দাম ৬  শতাংশ হ্রাস করবে। তবে তুরস্কের দাবি ১৫ শতাংশ কমানো। রাশিয়া বলছে, আলোচনা সাপেক্ষে এটা ১৫ শতাংশে উন্নীত হতে পারে। এছাড়া তুরস্কে আরো ৩০০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ বৃদ্ধির ঘোষণা দেয়া হয়। একদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার পুতিনের তুরস্ক অবস্থানকালেই এই ঘোষণা হলো। আগে কথা ছিল রাশিয়ার ওই সমুদ্রতলের গ্যাস পাইপলাইন বুলগেরিয়া হয়ে ইউরোপে প্রবেশ করবে। কিন্তু সোমবার ঘোষণা দেয়া হয়, সেই পরিকল্পনা বাতিল। এখন এটা তুরস্কের মধ্যে হয়ে তুর্কি গ্রীক সীমান্তে গিয়ে মিলিত হবে যাতে দক্ষিণ ইউরোপে গ্যাস সরবরাহ করা যায়। এই পাইপলাইনের বার্ষিক ক্ষমতা ৬৩ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ। এর মধ্যে ১৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস পাবে তুরস্ক। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রধান গ্যাজপ্রমের নির্বাহী আলেক্সি মিলার আঙ্কারায় এই ঘোষণা দেন।  পুতিনের সফরসঙ্গী হিসেবে আঙ্কারায় আসেন তিনি। সূত্র: রয়টার্স, আরটি মন্তব্য pay per click    


No comments:

Post a Comment