বিদেশি নাগরিকদের বিয়ে করতে পারবে কূটনীতিকরা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০২ মার্চ, ২০১৫ ১৫:১১:৫৯ বিদেশি নাগরিকদের সঙ্গে বাংলাদেশি কূটনীতিকদের বিয়ের বিধান রেখে গণকর্মচারী (বিদেশিদের সহিত বিবাহ আইন) ২০১৫ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সংবাদ সম্মেলনে জানান, আইন মন্ত্রণালয়ের সভার পর সরাসরি এ খসড়া আইন সংসদে অনুমতির জন্যে উত্থাপিত হবে। সচিব বলেন, যেহেতু সামরিক শাসনামলে অধ্যাদেশটি জারি হয়েছিল। তাই বাংলায় অনুবাদ করার বাধ্যবাধকতা রয়েছে। ১৯৭৬ সালের ইংরেজির অনুবাদই গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) আইন ২০১৫। সুপ্রিম কোর্টের এক আদেশে সামরিক শাসনে জারি হওয়া অর্ডিন্যান্সকে বাংলায় অনুবাদ করা হয়েছে। তিনি বলেন, পূর্বের অর্ডিন্যান্স অনুযায়ী, কূটনৈতিক ব্যতীত অন্যান্য সরকারি কর্মকর্তারা রাষ্ট্রপতির অনুমতি নিয়ে বিদেশি নাগরিককে বিয়ে করতে পারতেন। ২০০৮ সালে অর্ডিন্যান্স সংশোধন করে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কূটনৈতিকরাও বিদেশি নাগরিককে বিয়ে করতে পারবেন। নারী-পুরুষের জন্যে একই আইন হবে। তবে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া যদি কেউ বিয়ে করে, সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এআর
No comments:
Post a Comment