Wednesday, December 24, 2014

আদালতের পথে খালেদা জিয়া:RTNN

আদালতের পথে খালেদা জিয়া নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বাসা থেকে তিনি রওনা হন। পুরান ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিশেষ এজলাসে মামলা দুটির বিচারকাজ চলছে। গত স
প্তাহে বিচারক বাসুদেব রায়কে বদলি করে তার স্থলে আবু আহমেদ জমাদ্দারকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। খালেদা জিয়ার হাজিরা ঘিরে সকাল থেকে আদালত এলাকায় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী জড়ো হয়েছে। তারা ব্যানার, ফেস্টুন, প্লা-কার্ড আর স্লোগানে মুখরিত করে রেখেছে গোটা পুরনো ঢাকা। এদিকে, সকাল থেকে বকশিবাজারের আদালত ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা কেন্দ্রীয় শহীদ মিনার গেট ও চানখারপুল এলাকায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে। এছাড়া রাজধানীর কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশ অবস্থান নিয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের একটি গাড়ি দেখা গেছে। কার্যালয়ে বিএনপির কোনো নেতাকর্মী যাননি। গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর খালেদা জিয়ার আইনজীবী বিচারক নিয়োগ ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। উচ্চ আদালত তা খারিজ করে দেয়। মন্তব্য      


No comments:

Post a Comment