বিদ্যুৎ ছিল না। সংকেত-বাতিও জ্বলেনি। এ কারণে বিমান চলাচল করেনি। ওমান এয়ারের একটি ফ্লাইটের সকাল আটটা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও এটি দেরিতে পৌঁছাবে বলে জানা গেছে। এ কারণে বিদ্যুৎবিভ্রাট-সংক্রান্ত ঝামেলা এটি এড়াতে পারবে। ফ্লাইটটি সকাল নয়টার দিকে পৌঁছানোর কথা। এ সময়ের মধ্যে আর কোনো ফ্লাইটের শিডিউল ছিল না। তারেক আহমেদ জানান, বিমানবন্দরের পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম ভূঁইয়া বলেন, ‘বিদ্যুৎ বিপর্যয় চলাকালে দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে। এতে সাময়িকভাবে কিছু অসুবিধার সৃষ্টি হলেও বর্তমানে সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ মন্তব্য
Wednesday, December 24, 2014
বিদ্যুৎ বিভ্রাটে দুই ঘণ্টা অচল শাহ আমানত:RTNN
বিদ্যুৎ বিভ্রাটে দুই ঘণ্টা অচল শাহ আমানত নিজস্ব প্রতিনিধি আরটিএনএন চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। বুধবার ভোর সোয়া ছয়টা থেকে সকাল আটটা ২০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে বিদ্যুৎ ছিল না। এতে প্রায় দুই ঘণ্টা সেখানে বিমান চলাচল বন্ধ ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের অভিবাসন শাখার অতিরিক্ত উপকমিশনার তারেক আহমেদ বলেন, ওই সময় পুরো বিমানবন্দরে
বিদ্যুৎ ছিল না। সংকেত-বাতিও জ্বলেনি। এ কারণে বিমান চলাচল করেনি। ওমান এয়ারের একটি ফ্লাইটের সকাল আটটা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও এটি দেরিতে পৌঁছাবে বলে জানা গেছে। এ কারণে বিদ্যুৎবিভ্রাট-সংক্রান্ত ঝামেলা এটি এড়াতে পারবে। ফ্লাইটটি সকাল নয়টার দিকে পৌঁছানোর কথা। এ সময়ের মধ্যে আর কোনো ফ্লাইটের শিডিউল ছিল না। তারেক আহমেদ জানান, বিমানবন্দরের পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম ভূঁইয়া বলেন, ‘বিদ্যুৎ বিপর্যয় চলাকালে দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে। এতে সাময়িকভাবে কিছু অসুবিধার সৃষ্টি হলেও বর্তমানে সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ মন্তব্য
বিদ্যুৎ ছিল না। সংকেত-বাতিও জ্বলেনি। এ কারণে বিমান চলাচল করেনি। ওমান এয়ারের একটি ফ্লাইটের সকাল আটটা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও এটি দেরিতে পৌঁছাবে বলে জানা গেছে। এ কারণে বিদ্যুৎবিভ্রাট-সংক্রান্ত ঝামেলা এটি এড়াতে পারবে। ফ্লাইটটি সকাল নয়টার দিকে পৌঁছানোর কথা। এ সময়ের মধ্যে আর কোনো ফ্লাইটের শিডিউল ছিল না। তারেক আহমেদ জানান, বিমানবন্দরের পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই আলম ভূঁইয়া বলেন, ‘বিদ্যুৎ বিপর্যয় চলাকালে দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে। এতে সাময়িকভাবে কিছু অসুবিধার সৃষ্টি হলেও বর্তমানে সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment