Monday, December 15, 2014

চবিতে ছাত্রলীগ নিয়ন্ত্রিত হল থেকে বিপুল অস্ত্র উদ্ধার:RTNN

চবিতে ছাত্রলীগ নিয়ন্ত্রিত হল থেকে বিপুল অস্ত্র উদ্ধার নিজস্ব প্রতিনিধি আরটিএনএন চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহজালাল হলে তল্লাশি চালিয়ে পিস্তল-গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার পর রবিবার সন্ধ্যায় এই তল্লাশি চালানো হয়। অন্যদিকে, সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জ
ানায়, চবি ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহজালাল হলে সন্ধ্যায় তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২০টি রামদা এবং ২০টি লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, অভিযান চলাকালে এ হলের বেশির ভাগ কক্ষ বন্ধ ছিল। পূর্ব তথ্য অনুযায়ী বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে পিস্তলসহ এসব অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া কক্ষের ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় রুবেল দে নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয় বলেও জানান পুলিশ সুপার। এদিকে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনা তদন্তে রাত সাড়ে ৮টায় তদন্ত কমিটি গঠন করার কথা ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে ছাত্র উপদেষ্টা ড. খান তৌহিদ ওসমানকে আহ্বায়ক করা হয়। অন্য সদস্যরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল হোসাইন, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের অধ্যাপক রাশেদুন্নবী, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান ও কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন সহকারী প্রক্টর অরূপ ভট্টাচার্য। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়ার সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সম্পাদক সুমন মামুনের অনুসারীদের সঙ্গে সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাপস সরকার নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ৩৫জনকে জনকে আটক করেছে পুলিশ। মন্তব্য      


No comments:

Post a Comment