Tuesday, December 2, 2014

বনে-জঙ্গলে আমাদের মোকাবিলা করতে হবে:RTNN

সন্তু লারমার হুমকি বনে-জঙ্গলে আমাদের মোকাবিলা করতে হবে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাদের হাতের অস্ত্র কেড়ে নেওয়ার জন্যই এই চুক্তি করা হয়েছিল। এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। তিনি বলেন, সরকার চুক্তি বাস্তবায়নের জন্য কথা দিয়ে কথা রাখেনি। সরকা
র চুক্তি বাস্তবায়ন সম্পর্কে এখন যেসব কথা বলছে তা সঠিক নয়। মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৭তম দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। রাজধানীর একটি হোটেলে ওই আলোচনাসভার আয়োজন করা হয়। সন্তু লারমা অভিযোগ করে বলেন, বাস্তবতা হলো- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য সরকারের কোনো আন্তরিকতা নেই, সদিচ্ছা নেই। চুক্তির মাধ্যমে পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর আগে গত শনিবার জনসংহতি সমিতির এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা আগামী বছরের ১ মে থেকে অসহযোগ আন্দোলন করার হুমকি দেন। ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সন্তু লারমা জানান, তার ওই আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাঙামাটিতে অনুষ্ঠিত এক সমাবেশে আওয়ামী লীগ নেতা ও রাঙামাটির সাবেক এমপি দীপঙ্কর তালুকদার বলেন, অসহযোগ আন্দোলনের হুমকি রাজপথে মোকাবিলা করা হবে। সন্তু লারমা দীপঙ্কর তালুকদারের উদ্দেশে বলেন, ‘শুধু রাজপথ নয় বনে জঙ্গলে সর্বত্র আমাদেরকে মোকাবিলা করতে হতে পারে।’ আলোচনাসভায় লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করা সরকারের নৈতিক, সাংবিধানিক দায়িত্ব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, আইনজীবী সারাহ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মন্তব্য pay per click    


No comments:

Post a Comment