Tuesday, December 2, 2014

‘খলিফা’ বাগদাদীর স্ত্রী-সন্তান আটক:RTNN

‘খলিফা’ বাগদাদীর স্ত্রী-সন্তান আটক আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন বৈরুত: স্বঘোষিত ইসলামিক স্টেটের (আইএস) ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদীর এক স্ত্রী এবং এক ছেলেকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। আটক দুজনের নাম জানা যায়নি। লেবাননে প্রবেশের পর ১০ দিন আগে তাদের আটক করেছিল সামরিক গোয়েন্দারা। বিষয়টি এতোদিন গোপন রাখা হয়েছিল জানিয়ে আল-সাফির পত্রিকার প্রতিবেদনে বলা হয়, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বা
গদাদীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত জুনে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখলে নিয়ে এটাকে ‘ইসলামিক স্টেট’ ঘোষণা দিয়ে নিজেকে ‘খলিফা’ দাবি করেন বাগদাদী। গত মাসে মার্কিন নেতৃত্বাধীন এক বিমান হামলায় বাগদাদী নিহত কিংবা আহত হয়েছিলেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে তা অস্বীকার করেছে আইএস। বাগদাদীর স্ত্রী ও ছেলেকে আটকের ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ শিকার’ আখ্যায়িত করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। বিদেশি গোয়েন্দাদের সহযোগিতায় ভুয়া কাগজপত্র নিয়ে সিরিয়া থেকে লেবাননে প্রবেশের সময় বর্ডার ক্রসিংয়ে তাদের আটক করা হয়। আইএস এবং আল-কায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্ট প্রায় ২০ জন লেবানিজ সেনাকে জিম্মি করেছে। লেবাননে আটক তাদের সদস্যদের ছেড়ে দেয়া না হলে এ সব সেনাদের হত্যার হুমকি দিয়ে আসছে দুটি সংগঠন। মন্তব্য pay per click    


No comments:

Post a Comment