Saturday, December 13, 2014

আজ কাঁচপুরে খালেদার জনসভা, বাধার অভিযোগ বিএনপির:RTNN

আজ কাঁচপুরে খালেদার জনসভা, বাধার অভিযোগ বিএনপির নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: গুম-খুন বন্ধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে ২০-দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিরোধ এবং গুম-খুন বন্ধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে চলমান আন্দো
লনের অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে বলে জানান সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান। সমাবেশের সার্বিক দায়িত্বে রয়েছেন দলের যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও সেক্রেটারি কাজী মনির প্রমুখ। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সমাবেশের সমন্বয়ের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জনসমাগম ঠেকাতে গ্রেপ্তার-হয়রানি: বিএনপি এদিকে, খালেদা জিয়ার জনসভায় জনসাধারণের বিপুল অংশগ্রহণ ঠেকাতে সরকার কুটকৌশলের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, খালেদা জিয়ার দেশব্যাপী বিভিন্ন জনসভায় বিপুল জনসমাগম দেখে অবৈধ সরকার আরো বেশি প্রতিহিংসায় উন্মত্ত হয়ে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর পৈশাচিক আক্রমণ চালাচ্ছে। তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী দুর্বৃত্তরা বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে এবং পরিবারের মহিলাদের সাথেও অশোভন আচরণ করা হচ্ছে। বিএনপির এই মুখপাত্র বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা বিএনপির নেতা ইব্রাহিম, যুবদল নেতা দেলোয়ার, তারা মিয়া ও আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া রুপগঞ্জ থানা মহিলা দলের সভানেত্রী ও  ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হাওয়া বেগম এবং জাসাস নেতা আলমগীরের বাড়ীতে আওয়ামী লীগ নেতা বজলুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। তারা দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, নারায়ণগঞ্জ ২০ দলীয় জোটের উদ্যোগে খালেদা জিয়ার শনিবারের জনসভায় জনসাধারণের বিপুল অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের এটি একটি ঘৃণ্য কূটকৌশল। মন্তব্য      


No comments:

Post a Comment