Tuesday, December 23, 2014

‘মালয়েশিয়ার বিমানটি ভূপাতিত করেছে মার্কিন সেনারা’:RTNN

‘মালয়েশিয়ার বিমানটি ভূপাতিত করেছে মার্কিন সেনারা’ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ওয়াশিংটন:  মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রেই মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ প্লেনটি ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন এক সাবেক এয়ারলাইন্স প্রধান।  খবর ডেইলি মেইলের। দাবির স্বপক্ষে যুক্তি উপস্থাপন করে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা ভেবেছিলেন প্লেনটি হাইজ্যাক করা হয়েছে এবং এটি ৯/১১ মতো নিকটস্থ একটি মার্কিন
সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হতে পারে। সদ্য বিলুপ্ত প্রোটিয়াস এয়ারলাইন্সের সাবেক প্রধান মার্ক দুগেইন বলেন, ভূপাতিত হওয়ার সময় ভারত মহাসাগরের প্রত্যন্ত এলাকা দিয়াগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন নৌ বাহিনীর ঘাঁটির ওপর দিয়ে প্লেনটি উড়ে যাচ্ছিল। এ সময় প্লেনটি হাইজ্যাক করা হয়েছে এবং এটি ওই ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হবে এই তথ্যের ভিত্তিতে প্লেনটিকে মাঝ আকাশেই উড়িয়ে দেয় মার্কিন বাহিনী।  দিয়াগো গার্সিয়ার নিকটবর্তী ছোট দ্বীপগুলোর অধিবাসীরা মার্ক দুগেইনকে জানান, ওইদিন (৮ মার্চ) একটি বিশাল প্লেনকে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখেছেন ‍তারা। এমনকি, একজন জেলে তাকে এও জানিয়েছেন তিনি ওই প্লেনটিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের চিহ্ন সনাক্ত করতে পেরেছেন। তাছাড়া ওই এলাকায় নিকটবর্তী বারা দ্বীপ সংলগ্ন সমুদ্রে একটি খালি অগ্নিনির্বাপক যন্ত্রও দ্বীপবাসীরা খুঁজে পেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া এইসব তথ্য ফাঁস না করার ব্যাপারে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলেও এক রেডিও স্টেশনের কাছে দাবি করেছেন সেনেগালিজ বংশোদ্ভূত ফরাসি নাগরিক দুগেইন। তিনি বলেন, ‘এমএইচ৩৭০ বিষয়ে যেনো কোনো তদন্ত না করি সেজন্য আমাকে হুমকিও দেওয়া হয়েছিল’। গত ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ প্লেনটি ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে নিখোঁজ হয়। প্লেনটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল। এরপর কোটি কোটি ডলার খরচ করে ভারত মহাসাগরে তন্ন তন্ন করে খুঁজেও বিমানটির কোনো হদিস মেলেনি। এভিয়েশন জগতে এটি সবচেয়ে বড় বিস্ময়ের সৃষ্টি করেছে।  নয় মাসেও বিমানটির কোনো সন্ধান না পাওয়াটাকে রহস্যজনক বলেই মনে করা হচ্ছে। মন্তব্য      


No comments:

Post a Comment