Monday, December 29, 2014

গুলিবিদ্ধ স্বেচ্ছাসবক দল নেতার তথ্য দিচ্ছে না পুলিশ:RTNN

গুলিবিদ্ধ স্বেচ্ছাসবক দল নেতার তথ্য দিচ্ছে না পুলিশ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: মিছিলে গুলিবিদ্ধ হয়ে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা স্বপনের বিষয়ে পুলিশ কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, পল্লবীতে হরতাল সমর্থনে যুবদল ও স্বেচ্ছাসেব
ক দলের যৌথ মিছিলে পুলিশ এলোপাথাড়ি গুলি চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করে। তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত স্বেচ্ছাসেবক দল নেতা স্বপনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ এখনো তার সঠিক অবস্থান জানাচ্ছে না। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে নাকি এখনো বেঁচে আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনের বিষয়ে সরকারের ওপর চাপ আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মুখপাত্র বলেন, ‘আপনাদের মনে নাও হতে পারে। কিন্তু সত্যিকার অর্থে সরকার প্রচণ্ড চাপে রয়েছে।’ সোমবারের হরতালের বিষয়ে তিনি আরো অভিযোগ করেন, সরকার যানবাহন মালিকদের গাড়ি বের না করলে লাইসেন্স বাতিল করা হবে বলে হুমকি দিয়ে রাস্তায় নামতে বাধ্য করছে। ইটের আঘাতে শিক্ষিকা নিহতের ঘটনা এবং অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলের ওপর দোষ চাপাতে সরকার পুরোনো কৌশল অবলম্বন করছে। সরকার নিজেদের এজেন্ট দিয়ে এ ধরনের হামলা করে তার দায় আমাদের ওপর চাপাতে চায়।’ তিনি বলেন, ‘হরতালে জনগণের সমর্থন রয়েছে দেখেই সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তল্লালি চালিয়ে নেতাকর্মীদের আটক করছে। আমাদের মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে।’ বিএনপি মুখপাত্র বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার ক্রমশ হিংস্র হয়ে উঠছে। তাদের ভাষা গণতান্ত্রিক নয়, স্বেচ্ছাচারী। হরতালকে কেন্দ্র করে সারাদেশে ২০ দলের ৪৪২ জনকে আটক, ১১০ জনকে আহত এবং তিনজনকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়েছে। নিউ এজ কার্যালয়ে পুলিশি হানার নিন্দা জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে চাপে রাখতে সরকার দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান এবং আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে। আমার দেশ সম্পাদককে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে কমলাপুরের রেল দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসিচব রুহুল কবির রিজভী আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ। মন্তব্য      


No comments:

Post a Comment