দিয়েছেন মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের এসআই মোয়াজ্জেম হোসেন জানান। অভিযোগপত্র বলা হয়, নির্বাচনের আগে গত বছর ১৪ অক্টোবর খোকা রাজধানীর নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে এক সভায় ‘দা-কুড়াল নিয়ে প্রস্তুত’ থাকতে বলে উসকানিমূলক বক্তব্য দেন। নির্বাচন ঠেকাতে ঢাকায় বিএনপির ডাকা এক সমাবেশ সামনে রেখে খোকা সেদিন বলেন, ‘দা-কুড়াল-বল্লম-লাঠিসোঠাসহ যা কিছু আছে,তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ ওই ঘটনায় রাজধানীর পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্ত করে গত বছরের ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করেন এসআই খায়রুল মো. শহীদুল্লাহ প্রধান। খোকার বিরুদ্ধে ২০১০ সালেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা হয়েছিল, তবে আদালত তা পরে আমলে নেয়নি। মন্তব্য
Monday, December 8, 2014
‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় খোকার বিরুদ্ধে চাজশিট:RTNN
দিয়েছেন মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের এসআই মোয়াজ্জেম হোসেন জানান। অভিযোগপত্র বলা হয়, নির্বাচনের আগে গত বছর ১৪ অক্টোবর খোকা রাজধানীর নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে এক সভায় ‘দা-কুড়াল নিয়ে প্রস্তুত’ থাকতে বলে উসকানিমূলক বক্তব্য দেন। নির্বাচন ঠেকাতে ঢাকায় বিএনপির ডাকা এক সমাবেশ সামনে রেখে খোকা সেদিন বলেন, ‘দা-কুড়াল-বল্লম-লাঠিসোঠাসহ যা কিছু আছে,তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ ওই ঘটনায় রাজধানীর পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্ত করে গত বছরের ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করেন এসআই খায়রুল মো. শহীদুল্লাহ প্রধান। খোকার বিরুদ্ধে ২০১০ সালেও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা হয়েছিল, তবে আদালত তা পরে আমলে নেয়নি। মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment