Thursday, December 18, 2014

বঙ্গবন্ধুকে নিয়ে মন্তব্য: তারেকের বিরুদ্ধে ৫ মামলা:RTNN

তারেকের বিরুদ্ধে ৫ মামলা নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু, রাজাকার ও লালসালু বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির ৫টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, নাটোর ও কুমিল্লার আদালতে এসব মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে দুটি পৃথক মামলা করা হয়েছে। ঢাকা ম
হানগর হাকিম ইউনুস খানের আদালতে বৃহস্পতিবার মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান দুলাল। এছাড়া ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে মানহানির অন্য মামলাটি দায়ের করেন হকার্স লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্যা অস্ট্রিয়াম যুক্তরাজ্য বিএনপির আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন। একাত্তরে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তারেক রহমান বক্তব্যে আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিব পরিবারের কোনো অবদান নেই। তিনি বলেন, ‘শেখ মুজিব আওয়ামী লীগের জন্য এখন লালশালু। এই লালশালুকে ঘিরে থাকে ভণ্ডরা। তারেক রহমান আরো বলেন, দখলদার ও রং-হেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়ে, জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার দেহাই দেয়। তার পরিবারেই রাজাকারের বংশবিস্তার হচ্ছে। রাজাকাররা তার মন্ত্রিসভায়ও রয়েছে। আওয়ামী লীগকে দেখামাত্র রাজাকার বলার পরামর্শ দেন এই বিএনপির নেতা। চট্টগ্রামে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি মুখ্য চট্টগ্রাম মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে অপর মামলাটি দায়ের করেন। নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেকের বিরুদ্ধে মানহানি আরেকটি মামলা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ আলী মোল্লা। কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট ১ নম্বর আমলী আদালতের বিচারক শফিকুর রহমানের আদালতে আরো একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের কুমিল্লা জেলা শাখা সভাপতি সুবীর নন্দি বাবু বাদী হয়ে এ মামলা করেছেন। সুবীর নন্দি বাবু জানান, লন্ডনে বিজয় দিবসে এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘রণাঙ্গণের মুক্তিযোদ্ধা নয়’ বলে বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মন্তব্য      


No comments:

Post a Comment