Wednesday, December 24, 2014

বকশিবাজারে বিএনপির ব্যাপক শোডাউন, আটকে উত্তেজনা:RTNN

বকশিবাজারে বিএনপির ব্যাপক শোডাউন নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বুধবার হাজিরা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা এলাকায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। সকাল থেকে তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়
র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয়েছেন। আদালত এলাকায় বিরোধী জোটের শরিক দলের নেতাকর্মীদেরও দেখা গেছে। তারা স্লোগোনে মুখরিত করে রেখেছে পুরনো ঢাকার ঘিঞ্জি এলাকা। বিপুল জনসমাগমের মধ্যে সকালে চারজনকে আটকের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে, এসব নেতাকর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে ওই এলাকার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে রাজধানীতে সকাল থেকে শুরু হয়েছে যানজট। খালেদা জিয়ার আগমন ঘিরে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সড়কের মোড়ে মোড়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। পোশাকধারী র্যা ব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা দায়িত্বে রয়েছেন। এছাড়া আলিয়া মাদ্রাসার উত্তর গেটে পুলিশের দুটি জলকামান, ৫টি প্রিজন ভ্যান এবং দুটি রায়টকার অবস্থান নিয়েছে। এদিকে, আলিয়া মাদ্রাসার সামনে থেকে চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম জানা যায়নি। বুধবার সকাল পৌনে ১০টার দিকে আলিয়া মাদ্রাসার মুলগেট থেকে চকবাজার থানা পুলিশ তাদের আটক করে। মন্তব্য      


No comments:

Post a Comment