
নোয়াখালী: নোয়াখালীর জেলা শহরের হরতাল সমর্থনকারী পিকেটারের ইটের আঘাতে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে পৌর কল্যাণ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষিকার নাম সামচ্ছুন্নাহার (৩৭)। তিনি রাজধানী ঢাকার আগারগাঁওয়ের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
='_blank'>

নিহতের স্বামী মো. শাহজাহান সিরাজ জানান,সকাল ১০টার দিকে একটি কাভার্টভ্যানে করে যাচ্ছিলেন তারা। এসময় পৌল কল্যাণ স্কুলের সামনে গেলে পিকেটাররা তাদের লক্ষ্য করে ওই শিক্ষিকা। এতে তিনিসহ তার স্ত্রী আহত হন। পরে স্থানীয় আব্দুল মালেক উকিল হাসপালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “পিকেটারদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।” নতুন বার্তা/এমবি/জিহ
No comments:
Post a Comment