Sunday, November 30, 2014

বর্ধমান বিস্ফোরণে জেএমবি জড়িত:Time News

বর্ধমান বিস্ফোরণে জেএমবি জড়িত স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ৩০ নভেম্বর, ২০১৪ ১১:৩২:১৩ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি বাড়িতে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি'র জড়িত থাকার প্রমান পেয়েছে ভারতে যাওয়া বাংলাদেশের প্রতিনিধিদল। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সংক্রান্ত তথ্য আদান-প্রদানে ভারতে যাওয়া বাংলাদেশের  ৭ সদস্যের প্রতিনিধি দল ঢাকা ফ
িরেছে আজ রোববার সকাল ১০টায়।গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৭ সদস্যের এ প্রতিনিধি দল ভারত যায়। ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা ভারতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে তাদের এ সফর বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেনন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) পরিচালক কর্নেল আবু হেনা মোস্তফা। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ইন্টেলিজেন্স উইং প্রধান আবুল কালাম আজাদ, এআইজি মাহফুজুর রহমান, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আজিজুর রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম এবং ডিজিএফআই’র মেজর আতিক। ইআর    

No comments:

Post a Comment