আইএমএসও’র মহাপরিচালক পদে বাংলাদেশ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৯ নভেম্বর, ২০১৪ ০৮:০৫:০১ ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গনাজেশনের (আইএমএসও) মহাপরিচালক পদে বিজয়ী হেয়েছে বাংলাদেশ। নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের প্রার্থী ক্যাপটেন মঈন উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমানিয়ার প্রার্থী ৩৭ ভোট লাভ করেন। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টায় আইএমএসও’র
এ নির্বাচন অুনষ্ঠিত হয়। বাসস এ তথ্য প্রকাশ করেছে। প্রসঙ্গত, এ নির্বাচনে বাংলাদেশসহ ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশের প্রার্থী ইউরোপের দেশগুলোর শক্তিশালী প্রতিদ্বন্দ্বিদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনের প্রতিটি রাউন্ডে সর্বোচ্চ ভোট লাভ করেন। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে আজ এখানে প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়। সাম্প্রতিক সময়ে কনভেনশন টু এলিমিনেট অল ফরমস অব ডিসক্রিমিনেশন এগিনেস্ট উইমেন (সিইডিএডব্লিউ) কমনওয়েলথ পার্লামেন্ট এসোসিয়েশন (সিপিএ), ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) হিউম্যান রাইটস কাউন্সিল (এইচ আর সি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) কাউন্সিলে বাংলাদেশের জয় লাভের ধারাবাহিকতায় আইএমএমও’র মহাপরিচালক পদে জয়লাভ হলো। প্রথমবারের মতো আন্তর্জাতিক এই সংস্থার প্রধান হিসেবে বাংলাদেশের জয়লাভ বাংলাদেশের উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য বলে হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়। ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ ১৯৭৬ সালে বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৮৫ সালে সাউথ মেরিন এন্ড টেকনিক্যাল কলেজ থেকে সার্টিফিকেট অব কমপিটেন্সি এ্যজ মাস্টার মেরিনার ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে ওয়ার্ল্ড মেরিন ইউনির্ভাসিটি থেকে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে তিনি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) যোগদান করেন। বর্তমানে তিনি আইএমও মেরিটাইম সেফটি ডিভিশনে সিনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন (আইএমএসও) ইমমারস্যাট স্যাটেলাইটের মাধ্যমে আন্তর্জাতিক স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা প্রদান, গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস সেফটি সিস্টেম এবং লং রেঞ্জ আইডেন্টিফিকেশন এন্ড ট্রাকিং সিস্টেম অব শিপ সংশ্লিষ্ট বিষয়সমূহ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমানে ৯৯ টি দেশ এই সংস্থার সদস্য।
No comments:
Post a Comment