মুরালিধরনকেও পেছনে ফেললেন সাকিব ক্রীড়া ডেস্ক টাইম নিউজ বিডি, ২৮ নভেম্বর, ২০১৪ ১৮:৫২:১১ ২০০৬ সালে অভিষেকের পর থেকেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন সাকিব। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক সাকিব। শুক্রবার নতুন আরেকটি রেকর্ডও গড়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে সফল সাকিব। সেই জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব। পেছনে ফেলেছেন শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধ
রনকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব জিম্বাবুয়ের ২টি উইকেট তুলে নিয়েছেন। সাজঘরে ফিরিয়েছেন হ্যামিলটন মাসাকাদজা ও ভুসিমুজি সিবান্দাকে। এ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের উইকেট সংখ্যা ৬০টি। ৩১ ম্যাচে ৫৯ উইকেট নিয়ে এতদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুরালিধরন। মুরালিধরনের পর এই তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে আব্দুর রাজ্জাক (৫৬) ও মাশরাফি বিন মর্তুজা (৫৩)। ৪৫ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন পেসার অজিত আগারগার। জেআই
No comments:
Post a Comment