Thursday, November 27, 2014

সার্ক বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর :Natun Barta

কাঠমান্ডু: দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ খাত সহযোগিতা সম্প্রসারিত করতে একটি চুক্তি সই করেছে সার্ক দেশগুলো। এই চুক্তির ফলে এক দেশের বিদ্যুৎ সহজেই অন্য দেশ কিনতে পারবে। বৃহস্পতিবার কাঠমান্ডুর সিটি হলে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে পরররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। জ্বালানি সহযোগিতা চুক্তি সইয়ের পর জোটের নতুন
চেয়ারম্যান নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বলেন, “অচিরেই সার্ক আঞ্চলিক রেল সহযোগিতা চুক্তি এবং সার্ক পণ্য ও যাত্রীবাহী মোটরযান চলাচল চুক্তি স্বাক্ষরিত হবে।” কাঠমান্ডুতে বুধবার শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এই জোটের অষ্টাদশ শীর্ষ সম্মেলন, বৃহস্পতিবার তা শেষ হয়েছে। ২০১৬ সালে পরবর্তী শীর্ষ সম্মেলন হবে পাকিস্তানের ইসলামাবাদে। বিদায়ী চেয়ারম্যান মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম বুধবার দুই দিনের কাঠমান্ডু সম্মেলন উদ্বোধন করেন, এরপর চেয়ারম্যানের দায়িত্ব নেন স্বাগতিক দেশের সরকার প্রধান সুশীল কৈরালা।  -ওয়েবসাইট নতুন বার্তা/এআই

No comments:

Post a Comment