Saturday, November 22, 2014

১১টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসাবে দ. কোরিয়া:Time News

১১টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসাবে দ. কোরিয়া আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২২ নভেম্বর, ২০১৪ ০৯:২৯:০৯ ২০২৪ সালের মধ্যে দক্ষিণ কোরিয়া১১টি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটির জনগণের প্রতিবাদ এবং প্রাকৃতিক দুর্যোগে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আঞ্চলিক বিপর্যয়কে উপেক্ষা করে এ পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং-ওন এক বিবৃতিতে বলেছেন, প
্রাকৃতিক সম্পদের অভাব, নির্মাণ কেন্দ্রিক অর্থনৈতিক অবকাঠামো এবং গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমানোর দায়িত্বে কথা বিবেচনা করে পরমাণু শক্তিকে অনিবার্য ভাবে বেছে নিয়েছে সিউল। দেশটিতে বর্তমানে ২৩টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং মোট চাহিদার এক তৃতীয়াংশের যোগান দেয়া এ সব কেন্দ্র। উলিজিন অঞ্চলের সামচেওক শহরে একটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসানোর প্রকল্প নেয়া হয়েছে। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা তুলে এ শহরের অধিবাসীর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসানোর বিরুদ্ধে ভোট দিয়েছে। ২০১১ সালের মার্চে জাপানে ভূমিকম্প সৃষ্ট সুনামিতে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করেও আতংক দেশটিতে বিরাজ করছে। ইআর

No comments:

Post a Comment