১৪ বছর পর নবীগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৯ নভেম্বর, ২০১৪ ০৮:৩৮:৪৫ সকালে নবীগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। নবীগঞ্জে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো হলো- নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড সম্প্রসারণ প্রকল্প, বিবিয়ানা-ধনুয়া ৩৬ ইঞ্চি গ্যাসবিশিষ্ট উচ্চ চাপ পাইপ সঞ্চালন লাইন, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-০২ (৩৪১ মেগাওয়
াট), ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক (এন-২) হাইওয়ে থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক এবং ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন চালু। এ ছাড়া প্রধানমন্ত্রী বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট- ০১ (দক্ষিণ, ৩৮৩ মেগাওয়াট), বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট- ০৩ (উত্তর, ৪০০ মেগাওয়াট) ও বিজনাই ব্রিজ, নবীগঞ্জ (রসুলপুর-রইছগঞ্জ-পানিউমদা রাস্তায় ৯০.১০০ মিটার গার্ডার আরসিসি নির্মাণ) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দীর্ঘ ১৪ বছর পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শনিবার নবীগঞ্জে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরে নবীগঞ্জের উন্নয়নে আশার আলো দেখছে এলাকাবাসী। এএইচ
No comments:
Post a Comment