হিউজেসের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন বোলার অ্যাবট স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ২৮ নভেম্বর, ২০১৪ ১৬:১৪:০৩ তিনি আর কখনো ব্যাট হাতে নামবেন না খেলতে। বলা হচ্ছে বলের আঘাতে বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়া অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজেসের কথা। ব্যাপারটি মেনে নিতে পারছে না তাবৎ ক্রিকেট দুনিয়া, মানতে পারছেন না ঘাতক বলটির সৃষ্টিকর্তা সিন অ্যাবটও। হিউজেসের চলে যাওয়াতে ভেঙ্গে পড়েছেন অ্যাবট। পুরো জীবনটাকে
ই নাড়া দিয়ে গেছেন হিউজেস। তিনি তার জীবনটাকে নতুনভাবে গড়তে চান বলেও জানিয়েছে এনডিটিভি। নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেন ২২ বছর বয়সী ফাস্ট বোলার সিন অ্যাবট। একজন ফাস্ট বোলার সবসময় যা করে থাকেন, গত মঙ্গলবারও তিনি একই কাজ করছিলেন। কিন্তু একটি দ্রুতগতির বলকে ভুল শট খেলতে গিয়ে মারাত্মক আঘাত পান ব্যাটসম্যান ফিলিপ হিউজেস। প্রায় দুদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে গতকাল বৃহস্পতিবার চলে যান ইহধাম ত্যাগ করে। তার মৃত্যুতে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। শোকাচ্ছন্ন ক্রিকেট বিশ্ব বৃহস্পতিবার ব্যাট-বল স্পর্শ করেনি। তবে, আজ শুক্রবার তা স্বাভাবিক হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অর্থ্যাৎ ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনাটিকে দুর্ঘটনা বলে ঘোষণা করেছে। বাউন্সের বল পুল খেলতে গিয়ে ভুলটি করেন ফিলিপ হিউজেস। এ ধরনের ভুল ব্যাটসম্যানরা মাঝে-মধ্যেই করে থাকেন। কিন্তু হিউজেসের মাথার খুলির স্পর্শকাতর জায়গায় গিয়ে আঘাত হানে দ্রুতগতির বলটি। এতে মাঠেই ঢলে পড়েন হিউজেস। এরপর মারা যান দুদিন পর বৃহস্পতিবার। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান বলে জানিয়েছেন ডাক্তারেরা। দুর্ঘটনা হলেও মাঠের সেই ভয়ংকর বলটিকে ভুলতে পারছেন না বোলার অ্যাবট। সেন্ট ভিনসেন্ট হাসপাতালে হিউজেসের মরদেহ দেখে অ্যাবট যখন বেরিয়ে আসেন তখন তাকে বিধ্বস্ত মনে হয়েছে। তিনি একেবারে ভেঙ্গে পড়েছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। উল্লেখ্য, মাত্র গত মাসেই অস্ট্রেলিয়ার জাতীয় দলে টি-২০ ও ওয়ানডে দলে অভিষেক ঘটে বোলার সিন অ্যাবটের। এমএ
No comments:
Post a Comment