
মশালা অনুষ্ঠিত হবে। আয়োজক কোড ইট গার্লের উদ্যোক্তা আফরিন হোসেন জানান, দেশে খুব কম সংখ্যক মেয়ে কম্পিউটার সায়েন্সে পড়ে এবং তার মধ্যেও খুব ছোট একটা অংশ প্রোগ্রামিংয়ে আসে। অথচ প্রোগ্রামিংয়েও মেয়েদের ভালো করা সম্ভব। প্রোগ্রামার আফরিনের মতে, মেয়েদেরকে ছোটবেলা থেকেই প্রোগ্রামিং শিখতে সাহায্য এবং উৎসাহিত করলে তারাও দক্ষ প্রোগ্রামার হতে পারবে। নবম, দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। কর্মশালায় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিং জগতের সঙ্গে মেয়েদের পরিচয় করিয়ে দেবেন 'কম্পিউটার প্রোগ্রামিং' বইয়ের লেখক তামিম শাহরিয়ার ও দ্বিমিক কম্পিউটিংয়ের পরিচালক তাহমিদ রাফি। তবে, সন্ধ্যার সমাপনী অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। সমাপনী অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নোভা আহমেদ উপস্থিত থাকবেন। কর্মশালার একাডেমিক সহায়তা প্রদান করছে তথ্যপ্রযুক্তি শেখার অনলাইন স্কুল– দ্বিমিক কম্পিউটিং। এ ছাড়া সহযোগিতা করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, কিশোর আলো ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আরও জানতে ভিজিট: http://www.facebook.com/codeitgirl। ইআর
No comments:
Post a Comment