Tuesday, November 25, 2014

বিদ্যুৎ নিয়ে ঐক্যমত্য হচ্ছে না মন্ত্রীদের বৈঠকেও:Time News

বিদ্যুৎ নিয়ে ঐক্যমত্য হচ্ছে না মন্ত্রীদের বৈঠকেও মো: কামরুজ্জামান, নেপালের কাঠমন্ডু থেকে টাইম নিউজ বিডি, ২৫ নভেম্বর, ২০১৪ ১৫:২৮:১১ কাঠমন্ডু, নেপাল: দক্ষিণ এশীয় আাঞ্চলিক সহযোগিত সংস্থা (সার্ক)-এর আট সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র সচিবদের ব্যর্থ বৈঠকের পর এবার একধাপ উপরের কর্মকর্তাদের বৈঠকও ব্যর্থ হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার পররাষ্ট্র মন্ত্রীদের উপস্থিতিতে সার্কের তৃতীয় ধাপের সার্ক কাউন্স
িল অব মিনিস্টারস- বৈঠকেও ঐক্যমত্যে পৌছানো যায়নি বহুল আলোচিত বিদ্যুৎ সহযোগিতা চুক্তির ব্যাপারে। আজ (মঙ্গলবার)কাঠমন্ডুর হোটেল সলটিতে শুরু হওয়া দিনব্যাপী পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে মধ্যাহ্ন বিরতির আগেই বিদ্যুৎ সহযোগিতাসহ অন্যান্য চুক্তির ব্যাপারে সমঝোতা না হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বৈঠকে সূত্রে জানা যায়, বেশিরভাগ দেশই বিদ্যুৎ সহযোগিতা চুক্তির ব্যাপারে একমত হলেও দু’একটি দেশের বেঁকে বসার কারণেই এই চুক্তিও শেষ পর্যন্ত যে ঝুলতে বসেছে তা এখন অনেকটাই পরিস্কার। উল্লেখ্য, এবারের সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক চুক্তি, সদস্য দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য সার্ক আঞ্চলিক রেল সহযোগিতা চুক্তি এবং সার্ক পণ্য ও যাত্রীবাহী মোটরযান চলাচল বিষয়ক এই তিনটি চুক্তি হতে পারে এমন গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। এ নিয়ে সার্কভূক্ত দেশের মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কিন্তু ২২ নভেম্বর সার্কভূক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম-সচিবদের উপস্থিতিতে প্রোগ্রামিং কমিটির বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে একের পর এক সমন্বয়হীনতা ও বোঝাপড়ার অভাবের খবর বের হতে থাকে। উদ্বোধনী দিনেই যায়, সার্কের ১১টি কেন্দ্রের মধ্যে ৩টি বাতিল এবং ৪টিকে একীভূত করে একটি করার সুপারিশ আসে যুগ্ম সচিবদের কাছ থেকে। এসব কেন্দ্রের পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে তা বাতিলের এই সুপারিশ আসে। পরদিন ২৩শে নভেম্বর পররাষ্ট্র সচিবদের উপস্থিতিতে শুরু হওয়া স্ট্যান্ডিং কমিটির দু’দিনের বৈঠক শেষে জানা যায় বহুল আলোচিত তিন চুক্তির কোনটিই হচ্ছে না। তবে, বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক চুক্তিটি হতে পারে। শেষ পর্যন্ত সচিবদের বৈঠকে সেটিও হয়নি। বিষয়টি পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে। কিন্তু মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও বিদ্যুৎ সহযোগিতা চুক্তির ব্যাপারে ঐক্যমত্য না হওয়ায় এখন আলোচিত তিন চুক্তির সবগুলোই যে ঝুলে গেল তা মোটামুটি নিশ্চিত।   উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রীদের মঙ্গলবারের বৈঠকে যা চূড়ান্ত হবে বুধবার শীর্ষ সম্মেলনের প্রথম দিন তাতেই সাক্ষর করার কথা রয়েছে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের। এর আগে, মন্ত্রী পর্যায়ের বৈঠকের শুরুতেই মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী চেয়ারের দায়িত্ব তুলে দেন নেপালের পররাষ্ট্র মন্ত্রীর কাছে। আগামী সার্ক শীর্ষ সম্মেলন পর্যন্ত তিনি এই চেয়ারের দায়িত্বে থাকবেন। নেপালের কাঠমন্ডুর হোটেল সল্টি থেকে

No comments:

Post a Comment