‘খালেদা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন’ সিনিয়র রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৯ নভেম্বর, ২০১৪ ১৬:২৩:৩০ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি রাজাকার, যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। যুদ্ধাপরাধের দায়ে আজ যাদের শাস্তি হয়েছে, তাদের হাতেই খালেদা জিয়া মন্ত্রিত্ব তুলে দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি লাখো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। তাই ত
িনি দেশের শত্রু। জনগণের শত্রু। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার জন্য একদিন জনগণের আদালতে তার বিচার হবে।’ শনিবার বিকেল সোয়া ৩টায় হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে আয়োজিত জনসভামঞ্চে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘বিএনপির দুই গুণ, সন্ত্রাস ও মানুষ খুন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশেল মানুষ অশান্তিতে থাকে। জনগণ অর্থ উপার্জন করে, আর বিএনপি সেই টাকা পাচার করে দেয়। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে কোনো কাজ করতে পারেনি। আওয়ামী লীগ যে কাজ রেখে গিয়েছিল, তা বিএনপি শেষ করতে পারেনি। ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেগুলো সম্পূর্ণ করছে।’ আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলাম। ডিজিটাল বাংলাদেশ তৈরি হয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ডিজিটাল তথ্য কেন্দ্র রয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, সকল ক্ষেত্রেই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। দেশে যেন কোনো যুবক বেকার না থাকে সে ব্যবস্থাও করছে সরকার। তিনি বলেন, বিএনপি-জামাত জোট আসলে দেশে নাকি উন্নয়নের জোয়ার হয়। কিন্তু উন্নয়নের জোয়ার নয় আসলে ভাটা হয়। উন্নয়ন হয় শুধুমাত্র বোমা হামলা ও সন্ত্রাসবাদের। বিএনপি ক্ষমতায় শুধু আখের গোছাতে ব্যস্ত ছিল বলেও অভিযোগ করেন তিনি। এ সময় হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করারও ঘোষণা দেন তিনি। প্রসঙ্গত, বিবিয়ানায় অতিরিক্ত ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন প্রকল্প এবং বিবিয়ানা ধনুয়া গ্যাস পাইপ লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি প্রকল্পের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপস্থিত ছিলেন। এসএইচ
No comments:
Post a Comment