Wednesday, November 26, 2014

সার্কের ১৯তম সম্মেলনের আয়োজক পাকিস্তান:RTNN

সার্কের ১৯তম সম্মেলনের আয়োজক পাকিস্তান বিশেষ প্রতিনিধি আরটিএনএন কাঠমান্ডু: সার্কের ১৮তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনের বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পরেরবার ১৯তম সম্মেলনের আয়োজক হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে নয়টায় কাঠমান্ডুর এক্সিবিশন রোডের ‘রাষ্ট্রীয় সভাগৃহে’ নেপালের জাতীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সার্কের আট দেশের নেতৃ
বৃন্দের উপস্থিতিতে জোটের বিদায়ী চেয়ারম্যান মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম কাঠমান্ডু সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। রীতি অনুযায়ী এরপর তিনি এবারের স্বাগতিক দেশ নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার হাতে দায়িত্ব হস্তান্তর করেন। সদস্য রাষ্ট্রগুলোর পক্ষে মঙ্গল প্রদীপ জ্বেলে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা উদ্বোধনী ভাষণ দেন। এরপরই ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বিবাদ-মুক্ত দক্ষিণ এশিয়া গড়তে তার স্বপ্নের কথা তুলে ধরেন। নওয়াজ শরীফ এই স্বপ্ন বাস্তবায়নে এই অঞ্চলে একে অন্যের সঙ্গে যুদ্ধ না করা, কাঁধে কাঁধ মিলিয়ে দারিদ্র, অশিক্ষা, রোগ-ব্যাধি ও বেকারত্বের বিরুদ্ধে লড়াই করার কথা বলেন। তিনি বলেন, সার্ক শীর্ষ নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়নে এখনো এই জোট অনেকটাই পিছিয়ে। সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নওয়াজ শরীফ তার বক্তব্য শেষ করেন ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হওয়ার খবর দিয়ে। তিনি বলেন, ‘চতুর্থ এবং দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক পাকিস্তান ১৯তম সম্মেলনের আয়োজক হতে পেরে খুশি।’ মন্তব্য pay per click মো: কামরুজ্জামান কাঠমান্ডু থেকেদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফগানিস্তানের . . . বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনইসলামাবাদ: পাকিস্তান তার বিমান বহরে বেশ কিছু গোপন গোয়েন্দা জঙ্গীবিমান (স্টেলথ ফাইটার) এবং সদ্য . . . বিস্তারিত    

No comments:

Post a Comment