পিন্টুর জানাযা নয়া পল্টনে, আজিমপুরে দাফন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৩ মে, ২০১৫ ২৩:৫৭:৩৬ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর নামাজে জানাযা সোমবার বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদেরকে যথাসময়ে জানাযায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে
। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু’র মৃত্যুতে দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করতে বলা হয়েছে। পিন্টুর ছোট ভাই নাসিম আহমেদ রিন্টু জানিয়েছেন, লাশ আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে। খালেদার শোক: রোববার এক শোক বাণীতে খালেদা জিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী ও বলিষ্ঠ সংগঠক মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মূলত: সমাজসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন। আর এ কারণেই ঢাকাবাসীসহ সারাদেশের জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসীদের নিকট তিনি একজন জনপ্রিয় রাজনীতিক হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। বেগম জিয়া বলেন, পিন্টুর সুযোগ্য নেতৃত্বে ঢাকা বিভাগীয় বিএনপি তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছিল। এছাড়া তার নির্বাচনী এলাকার উন্নয়নে অবদানের কথা তার এলাকাবাসী কোনদিনও ভুলে যাবেনা। বেগম জিয়া বলেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই সংগ্রামে যে ভূমিকা পালন করেছেন, তা দেশবাসী চিরকাল স্মরণ রাখবে। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ এবং সমাজসেবককে হারালো, যার শুন্যস্থান সহজে পূরণ হবার নয়। বেগম খালেদা জিয়া পিন্টু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তরিকুল ইসলামের শোক: নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করে এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, একজন কারাবন্দী রাজনীতিবিদ হিসাবে নাসির উদ্দিন পিন্টুর এ মৃত্যু মোটেই স্বাভাবিক কোন ঘটনা নয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ও পরে জনাব পিন্টুর ওপর অমানষিক নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, বন্দী অবস্থায় তার ওপর নির্যাতনের কাহিনী তিনি নিজ জবানবন্দীতে বলেছেন। জীবনের শেষ দিনগুলোতে তিনি কারাগারে অসুস্থ ছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার চিকিৎসার সুবন্দোবস্ত করেননি। তরিকুল ইসলাম বলেন, ওয়ান ইলেভেনের সরকারের সময় আমি ও পিন্টু একসাথে কারাগারে ছিলাম। নিজের ষ্পষ্ট কথা,সাংগঠনিক দক্ষতা এবং অকুতোভয় দেশপ্রেমের কারণে তিনি সরকারের বিরাগভাজন ছিলেন। তিনি ছিলেন, শহীদ জিয়ার আদর্শের সাচ্চা সৈনিক। রাজনীতির কারণে তাকে বিগত দিনগুলোতে অনেক মূল্যও দিতে হয়েছে। আফসোসের বিষয় হচ্ছে, তিনি বর্তমান সরকারের নির্মম প্রতিহিংসার শিকার হয়েই মৃত্যুবরণ করলেন। তরিকুল বলেন, পিন্টুর এই আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতির সঞ্চার করবে। তরিকুল ইসলাম মরহুম নাসির উদ্দিন পিন্টুর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরম করুণাময় আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করেন। বিএনপির অভিযোগ: কারা কতৃর্পক্ষের অবহেলায় দলের কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কাযার্লয়ে দলের দফতরের দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন। তিনি বলেন, দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু নিয়ে কিছু প্রশ্নের উদয় হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে তাকে নারায়নগঞ্জ কারাগার থেকে রাজশাহী কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, ২০ এপ্রিল অসুস্থতার মধ্যে পিন্টুকে রাজশাহী কারাগারে নেয়ার পর ২৫ এপ্রিল তার অবস্থার আরো অবনতি ঘটে। কারাগারে তিনি সুচিকিৎসা পাননি। আমরা মনে করি, কারা কর্তৃপক্ষের অবহেলায় পিন্টু মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা একে স্বাভাবিক মৃত্যু মনে করি না। আসাদুজ্জামান রিপন পিন্টুর কর্মময় সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বলেন, তার মৃত্যুতে আমরা শোকাগ্রস্থ ও মর্মাহত। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ জনগনের গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। আমি যখন ছাত্র দলের সভাপতি ছিলাম, পিন্টু আমার কমিটির লালবাগের আহবায়ক ছিলেন। সে ছিলো একজন সাহসী ছাত্র নেতা। তিনি বলেন, পিন্টুর মৃত্যুর বিষয়ে ইতিমধ্যে তার পরিবারও অভিযোগ করেছে যে তার চিকিৎসায় কারা কতৃর্পক্ষ চরম অবহেলা করেছে।’’ রিপন বলেন, দলের পক্ষ থেকে আমরা পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করছি। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেনা জ্ঞাপন করছি। এ সময়ে অন্যানের মধ্যে কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, নজরুল ইসলাম মঞ্জু, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, শামসুল আলম তোফা, পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। কেবি
No comments:
Post a Comment