Thursday, November 27, 2014

অবশেষে নওয়াজ-মোদির সৌজন্য করমর্দন:RTNN

অবশেষে নওয়াজ-মোদির সৌজন্য করমর্দন মো. কামরুজ্জামান, সার্ক শীর্ষ সম্মেলন থেকে আরটিএনএন কাঠমান্ডু: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত মুহূর্তটির। চির বৈরী পাক-ভারত মোলাকাত। হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুর সিটি হলের রাষ্ট্রীয় গৃহসভায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে আট সদস্য দেশের প্রায় সব সরকার প্রধানরাই সাই
ডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। কিন্তু সার্কের সবচেয়ে প্রভাবশালী দুই দেশ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক না হওয়ার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার করে। দুদিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিন বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেখা হলেও সৌজন্যতা বিনিময় পর্যন্ত হয়নি। এমনকি সম্মেলনে শীর্ষ নেতাদের বক্তব্য চলাকালে মোদির আচরণে দৃষ্টিকটু পরিস্থিতিরও সৃষ্টি হয়। তবে, সমাপনী দিনে সম্মেলনের শেষে দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রায় আধা মিনিটের লম্বা করমর্দন দৃষ্টি কাড়ে মিডিয়ার। সমস্ত মিডিয়ার ক্যামেরা লক্ষ্য ছিল তখন দুই নেতার করমর্দনের দিকে। উপস্থিত অতিথিরাও ছিলেন এই দৃশ্য উপভোগে ব্যস্ত। অন্তত শেষ মুহূর্তে একটি মধুর বিদায়ের মধ্য দিয়ে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন শেষ হবে এমনটাই ছিল প্রত্যাশিত। মন্তব্য pay per click মো: কামরুজ্জামান কাঠমান্ডু থেকেদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফগানিস্তানের . . . বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনইসলামাবাদ: পাকিস্তান তার বিমান বহরে বেশ কিছু গোপন গোয়েন্দা জঙ্গীবিমান (স্টেলথ ফাইটার) এবং সদ্য . . . বিস্তারিত    

No comments:

Post a Comment