Sunday, November 30, 2014

দুর্ঘটনায় ছাত্র নিহতের জেরে ইবি বন্ধ ঘোষণা:RTNN

দুর্ঘটনায় ছাত্র নিহতের জেরে ইবি বন্ধ ঘোষণা নিজস্ব প্রতিনিধি আরটিএনএন ইবি: সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহতের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ব্যাপক তাণ্ডবের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল সোমবার সকাল আটটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লোকমান হাকিম জানান, সকালে শিক্ষার্থীদের ভাঙচুর-অগ
্নিসংযোগের পর দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিল জরুরি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেয়। তিনি জানান, রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ডায়না চত্বরে ছাত্রছাত্রীদের পরিবহনের কাজে থাকা দুটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু। তৌহিদ বায়োটেকনোলজি অ্যান্ড জেনটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর শুরু করে এবং ছাত্রছাত্রীদের পরিবহনের কাজে থাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা অন্তত ৪০টি বাসে আগুন দেয়। শিক্ষার্থীরা ভিসি ও প্রশাসনিক ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এনামুল হক জানিয়েছেন। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment