Sunday, November 30, 2014

বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় তাণ্ডব, ইবি বন্ধ ঘোষণা :Natun Barta

কুষ্টিয়া: বাসচাপায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার দুপুর সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় ইবি প্রশাসনে।  এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োট
েকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু বাসচাপায় নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ভিসির বাংলো, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন, অনুষদভবন, বিজ্ঞানভবন ও টিএসসিসিতে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রায় ৮০টি গাড়ি ভাঙচুর করে ও অন্তত ১৩ বাসে অগ্নিসংযোগ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের সময় পুলিশের গুলি ও টিয়ারশেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন নির্ভরতার কারণে এ ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। ইবি থানার এসআই মাহাফুজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড়শ রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। নতুন বার্তা/জবা

No comments:

Post a Comment