Sunday, November 30, 2014

কায়রো আবার অগ্নিগর্ভ:RTNN

কায়রো আবার অগ্নিগর্ভ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কায়রো: আবারো অগ্নিগর্ভ হয়ে উঠেছে মিশরের রাজধানী কায়রো। উত্তাল হয়ে পড়েছে মিশর। কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে নজিরবিহীন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। পতিত স্বৈরশাসক হোসনি মোবারকে খুন ও দুর্নীতির সব মামলা থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে শনিবার রাতে তাহরির স্কয়ারে শত শত বিক্ষোভকারী সমবেত হন। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এতে অন্তত একজন বিক্ষোভকারী মারা যান। ২০১১ সালে এ তাহরির স্কয়ার থেকে মিশরীয় বিপ্লবের সূচনা হয়, যাতে দ্রুতই পতন হয় মোবারকের। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৮০০ বিক্ষোভকারী মারা যান। ওই ঘটনায় মোবারককে দোষী সাব্যস্ত করে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। পরে গত বছর দেশটিতে উর্দি শাসন জারি হলে তার পুনর্বিচারে নির্দেশ দেয়া হয় এবং শনিবার ঘোষিত রায়ে তাকে বেকসুর খালাস দেয়া হয়। তবে অর্থ আত্মসাতের একটি মামলায় ৮৬ বছর বয়সী মোবারক বর্তমানে ৩ বছর কারাদণ্ড ভোগ করছেন। মোবারককে খালাস দেয়ার প্রতিবাদে শনিবার তাহরির স্কয়ারে শত শত বিক্ষোভকারী সমবেত হন। পুলিশ তাহরির স্কয়ারের প্রবেশের সব পথ বন্ধ করে দিলেও বিক্ষোভকারীদের ঠেকানো যায়নি। আদালতের রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভকারীরা তাহরির স্কয়ারে সমবেত হন। বিবিসি জানায়, মোবারক বিরোধী অনেক উদারপন্থী নাগরিকও বতর্মান স্বৈরাচারী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভে শামিল হন। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় রমাদান আহমেদ নামেরএকজন বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গরীবদের জন্য ন্যায়বিচার নেই। এটা মোবারকের আইন।’ ২০১১ সালে আলেকজান্দ্রিয়ায় তার ছেলে মোহাম্মদ নিহত হন। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment