Saturday, November 22, 2014

লতিফ-ইমাম ‘হাঁড়ির খবর’ ফাঁস করে দিয়েছেন: ফখরুল:RTNN

লতিফ-ইমাম ‘হাঁড়ির খবর’ ফাঁস করে দিয়েছেন: ফখরুল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম সরকারের ‘হাঁড়ির খবর’ ফাঁস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে শহরের আলতাফুন্নেছা খেল
ার মাঠে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ‘তাবলিগ জামাত, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির জন্য নয়, প্রধানমন্ত্রীর ছেলে সম্পর্কে গোপন তথ্য ফাঁস করার কারণেই আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।’ ‘জয়ের সরকারের কাছ থেকে প্রতি মাসে দুই লাখ ডলার বেতন নেয়ার তথ্য ফাঁস করে দেন লতিফ সিদ্দিকী। সেটাকে ধামাচাপা দিতে সরকার প্রজ্ঞাপন জারি করে জয়ের ডলার নেয়ার তথ্য মিথ্যা দাবি করেছে। যদি মিথ্যাই হতো তবে সরকারকে প্রজ্ঞাপন জারি করে সেই তথ্য অস্বীকার করতে হতো না’ মনে করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘অজান্তেই সরকারের গোমর ফাঁস করে দিয়েছেন এইচটি ইমাম। তিনি (এইচ টি ইমাম) বলেছেন- ছাত্রলীগ নেতাকর্মীদের বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করলেই চলবে। বাদ বাকি সরকার দেখবে।’ ‘এর মাধ্যমে এইচ টি ইমাম সরকারের হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছেন। প্রথম আলোর অনলাইনে এইচ টি ইমামের বক্তব্যের ভিডিওচিত্র সবাই দেখেছেন। কোনটা সত্যি কোনটা মিথ্যা, জনগণ সবই জানে’ যোগ করেন তিনি। এ সময় বিএনপির মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে। আমরা যে ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্র চর্চা করে আসছিলাম আওয়ামী লীগ তা নিজ হাতে ধ্বংস করেছে।’ গুম-খুনের সমালোচনা করে তিনি বলেন, ‘সংবিধান রক্ষার কথা বলে ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দেশে স্বৈরতন্ত্র কায়েম করছে। নির্বাচনকালীন মাত্র তিন মাসে বিএনপির নেতৃত্বাধীন জোটের ৩১০ জন নেতা-কর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ।’ মির্জা ফখরুল বলেন, ‘সরকার গঠনের পর দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। দেশের আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাঁকে ধরে নিয়ে যায়, তাঁকে আর খুঁজে পাওয়া যায় না, গুম করে দেয়া হয়। এভাবে কোন সভ্য দেশ চলতে পারে না।’ মন্তব্য pay per click    

No comments:

Post a Comment