ঢাকা: হজ, মহানবী সা. ও তাবলিগ জামাত সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্যের পর বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী আগাম জামিন নেয়ার জন্য হাইকোর্টে গেছেন। তার আইনজীবী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন জানান, জামিনের কাগজপত্র তৈরি হচ্ছে। লতিফ সিদ্দিকী হাইকোর্টে উপস্থিত থাকার কথা অস্বীকার না করলেও তিনি কোথায় আছেন তা স্পষ্ট করে বলে
ননি আইনজীবী। এদিকে, সোমবার সকাল থেকেই লতিফ সিদ্দিকী আজ হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি লতিফ সি্দ্দিকী বিমানবন্দর থেকে সরাসরি হাইকোর্টে এসেছেন বলেও গুঞ্জন শোনা যায়। তবে সকাল থেকে কোনো গণমাধ্যম কর্মী তার দেখা পাননি। লতিফ সিদ্দিকী গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপিসহ বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে মঙ্গলবার হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। বিমানবন্দরের দায়িত্বরত এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আসমা আরা বেগম সাংবাদিকদের জানান, আমাদের কাছে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না এবং উপর থেকে কোনো নির্দেশনা ছিল না, তাই আমরা গ্রেফতার করিনি। রোববার রাত ৮ টা ৪০ মিনিটে ইন্ডিয়ান এয়ার লাইন্সের একটি বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। নতুন বার্তা/এজেখান/জবা
No comments:
Post a Comment