Monday, March 30, 2015

পুটিয়া ইউপি সদস্যকে গুলি করে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ:Time News

পুটিয়া ইউপি সদস্যকে গুলি করে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদী করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ৩০ মার্চ, ২০১৫ ১৫:৫১:১৫ নরসিংদী জেলার শিবপুরের পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল হোসেন পাঠানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আরি
ফ হোসেন উত্তর কারার চর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ও একাধারে দুই মেয়াদের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীও ছিলেন আরিফ হোসেন। শিবপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বড়ইতলা এলাকায় থার্মেক্স গ্রুপের সামনের একটি দোকানে অবস্থান করছিলেন আরিফ হোসেন। এ সময় একাধিক মোটরসাইকেলে ৬/৭ জন অস্ত্রধারী এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ইউপি সদস্য আরিফ হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী দুপুর একটা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এআর


No comments:

Post a Comment