সিলেটে হঠাৎ পরিবহণ ধর্মঘট, বিপাকে যাত্রীরা সিলেট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৬ জুন, ২০১৫ ১১:২২:৪৩ হঠাৎ করেই সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। সিলেট শহরতলির এম এ খান সেতুর টোল বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট চলছে। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অপ্রীতিকর ক
োনো ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, দাবি মানা না হলে প্রয়োজনে পরিবহণ ধর্মঘটের পরিসর আরো বাড়ানো হবে। সকল সংগঠন মিলে দেয়া হবে কঠোরতর কর্মসূচি। আসতে পারে দেশব্যাপী ধর্মঘটের ডাকও। এ ব্যাপারে সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার জানান, উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তৎপর রয়েছে জেলা প্রশাসন। মানুষের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এআর
No comments:
Post a Comment