Monday, June 22, 2015

জোট ভাঙার আলোচনা স্রেফ গুজব: জামায়াত:আরটিএনএন

জোট ভাঙার আলোচনা স্রেফ গুজব: জামায়াত নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির সঙ্গে জোট ভেঙে যাওয়ার আলোচনাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘জোট ভাঙার বিষয়টি একেবারেই গুজব। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি যে, জোট ভেঙে দিতে হবে।’ রবিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বেগম খালেদা জিয়ার ইফতারে আরটিএনএন’র স
ঙ্গে আলাপকালে আবদুল হালিম একথা বলেন। তিনি বলেন, ‘জোট ভাঙার বিষয়ে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কোনো নেতার কথাকে তেমন গুরুত্বের সঙ্গে নেই না।’ আবদুল হালিম বলেন, ‘যদি এমন কিছু হয়ে থাকে, তবে আমরা সে বিষয়ে খালেদা জিয়ার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আমাদের ওপর তার (খালেদা জিয়া) আস্থা আছে। আমরাও তার নেতৃত্বের ওপর বিশ্বাস রাখি।’ বিএনপি নেতাদের টেলিফোন আলাপের বিষয়ে তিনি বলেন, ‘তারা কে কি বলল, তা আমাদের দেখার বিষয় না। তারা যা বলছেন, তা তাদের একেবারে ব্যক্তিগত মতামত।’ একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আজকের (রবিবার) ইফতার মাহফিলই দৃশ্যমান, জোট ভাঙবে কি ভাঙবে না। জোট যদি ভাঙতো তাহলে ইফতারে আসার কোনো যুক্তি ছিল না।’ তিনি বলেন, ‘জোট ভাঙার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য একান্ত তাদের ব্যক্তিগত বিষয়।’ এ সময় মাওলানা আবদুল হালিম জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ‘এখন সারাদেশে একটি প্রতিকূল পরিবেশ বিরাজ করছে, এটি জামায়াতের জন্যও প্রযোজ্য। তবে এজন্য জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড বন্ধ নাই। সব ধরনের কার্যক্রম চলছে।’ তিনি বলেন, দলের সিনিয়র নেতারা বর্তমান অবস্থা অনুযায়ী কৌশল নির্ধারণ করেছেন। সে অনুযায়ী দল সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনা করছে। নেতাকর্মীরা আমাদের ওপর আনুগত্য রেখেই সব সমস্যার মোকাবেলা করে চলছেন বলেও জানান আবদুল হালিম। ইফতারে জামায়াতে ইসলামীর প্রায় এক ডজন কেন্দ্রীয় নেতা অংশ নেন। এদের মধ্যে ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, আবদুর রব, আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মশিউল আলম, রেদওয়ানুল্লাহ শাহেদী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী প্রমুখ। মন্তব্য      

No comments:

Post a Comment