ফখরুলসহ ৭৩ জনের চার্জগঠন শুনানি ১ সেপ্টেম্বর নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার সকালে আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এ দিন ধার্য করেন। মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আ
ইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মন্তব্য
No comments:
Post a Comment