Tuesday, June 16, 2015

মুজাহিদের রায়ে অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়া:আরটিএনএন

মুজাহিদের রায়ে অ্যাটর্নি জেনারেলের প্রতিক্রিয়া নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আপিল বিভাগের রায়েও জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বুদ্ধিজীবী হত্যার অভিযোগে আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড বলা রাখা হয়েছে। এছাড়া বকচর হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।   অ্
যাটর্নি জেনারেল বলেন, রায়ে প্রমাণিত হয় যে, বুদ্ধিজীবী হত্যার ঘটনা একটা ছক ছিল। জাতীকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের নিধন করা হয়। একাত্তরে মুজাহিদের বক্তব্য ছিল উস্কানিমূলক। আপিল বিভাগের রায় ঐকমত্যের রায়।   মাহবুবে আলম বলেন, ‘আপিল বিভাগ মুজাহিদের ফাঁসি বহাল রাখায় আমিসহ দেশের সবাই খুশি।’   রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পরে রিভিও করা যাবে বলেও জানান তিনি। মন্তব্য      

No comments:

Post a Comment