Wednesday, June 17, 2015

পুলিশ হত্যায় ফখরুলদের অব্যাহতির শুনানি ৩০ জুলাই:আরটিএনএন

পুলিশ হত্যায় ফখরুলদের অব্যাহতির শুনানি ৩০ জুলাই নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজধানীর বাংলামোটর মোড়ে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ নেতাকর্মীর অব্যাহতির শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করেছে আদালত। অব্যাহতির শুনানির জন্য বুধবার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম আমিনু
ল হক পরবর্তী দিন ধার্য করেন। এর আগে ১৭ মে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বাহাউদ্দিন ফারুকী মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিসহ ২০ জনকে অব্যাহতির দানের প্রার্থনা করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন। মির্জা ফখরুল ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, যুবদলের সেক্রেটারি সাইফুল আলম নিরব, জামায়াতে ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ড. শফিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ২০ জনকে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছিলো, ২০১৩ সালে ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লংমার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর রাত ১১টা ২০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ জনের নির্দেশে অজ্ঞাতানামা দুই মোটরসাইকেল আরোহী বাংলামোটর ট্রাফিক পুলিশ বক্সের অদূরে থাকা পুলিশের রিকুইজিশন বাসে পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। এতে বাসে আগুন ধরে গেলে ট্রাফিক কনস্টেবল ফেরদৌস খলিল মারা যান। কনস্টেবল ফাইজুল ইসলাম ও বাসচালক মো. বায়েজিদ গুরুতর দগ্ধ হন। ওই ঘটনায় ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রমনা থানায় পুলিশের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ১৭ মে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বাহাউদ্দিন ফারুকী এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন। মন্তব্য      

No comments:

Post a Comment