Wednesday, June 17, 2015

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বিজিবি সদস্য আহত, একজন অপহৃত :নতুন বার্তা

কক্সবাজার: কক্সবাজার জেলার টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে বিপ্লব নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন। এছাড়া নায়েক আবদুর রাজ্জাক নামে বিজিবির অপর এক সদস্যকে ধরে নিয়ে গেছে বিজিপি। বুধবার ভোরে উপজেলার নাফনদীর দমদমিয়া পয়েন্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বিজিবি কক্সবাজার সেক্টরের জি-২ মেজর আমিনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বিজিবি সদস্যরা দমমিয়া
চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে টহল দিচ্ছিলেন। ওই সময় একদল চোরকারবারিকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। তিনি জানান, একপর্যায়ে চোরকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহলদলের উপর গুলিবর্ষণ করে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন। এছাড়া বিজিবি’র নায়েক আবদুর রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে বিজিপি সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবির গুলিবিদ্ধ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান। নতুন বার্তা/এসএমএকে  

No comments:

Post a Comment