Tuesday, June 16, 2015

‘সাফিসিয়েন্ট বিদ্যুৎ আছে, আমরা ভালো আছি’ :নতুন বার্তা

ঢাকা: রমজানে রাজধানীর দোকান, শপিংমল ও বিপণিবিতানগুলোতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতির সঙ্গে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠকে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। বৈঠকে রমজান পর্যন্ত রাত ৮টার মধ্যে বিপণিবিতানগুলো বন্ধ রাখার কথা বললে ব্যবসায়ীরা তা কিছুটা শিথিল করতে বলেন। ব্যবসায়ীদের পক্ষ
থেকে হরতাল-অবরোধে ব্যবসার ক্ষতি রমজান মাসে কিছুটা পুষিয়ে নিতে রাত ৮টার পর দোকান বন্ধ রাখার আইন শিথিল করার আহ্বান জানানো হয়। এ সময় মন্ত্রী বলেন, “আমরা দিনের বেলায় যদি পাঁচ-ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করি তবে দেখা যায়, সন্ধ্যা থেকে তা আট হাজার মেগাওয়াট হয়ে গেছে। তবে আমরা ভালো আছি। আশা করি, আপনারা যে আবেদন করেছেন, তা আমরা রাখতে পারব।” এ সময় মন্ত্রী আরো বলেন, “আমরা কোনো সময় নির্ধারণ করতে চাই না। যারা ব্যবসা করবেন, তারা করেন। আমাদের বিদ্যুৎ সাফিসিয়েন্ট আছে। তবে সাশ্রয়ীভাবে আপনারা ব্যবহার করবেন, এটাই আপনাদের কাছে কাম্য।” তবে দোকান, শপিংমল ও বিপণিবিতানগুলোতে ইফতার ও তারাবির সময় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “দেশে এখন কোনো লোডশেডিং নেই।” তবে পিকআওয়ারে বিতরণজনিত সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। তাই এ সময় এসি বন্ধ রাখার আহ্বান জানান তিনি। নতুন বার্তা/এসএ  

No comments:

Post a Comment