ঢাকা: বৃষ্টি-বাধার পর আবার শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচ। তবে এই শুরুটা বাংলাদেশের জন্য স্বস্তিকর হয়নি। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ও ওয়ান ডাউনে নামা লিটন দাস সাজঘরে ফিরে গেছেন। ৬২ বলে ৬০ রান করে রবিচন্দ্রন অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে তামিম মিড অফে ধরা পড়েছেন রোহিত শর্মার হাতে। এই প্রতিবেদন লেখার সময় ২১ ওভার শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। লিটন আউট হওয়ার মুশিফিকের সঙ্গী হয়েছে
ন সাকিব। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছিলেন দুই ওপেনার তামিম ও সৌম্য। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাঁরা রান সংগ্রহ করছিলেন একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে। ১৩.৩ ওভার খেলে উদ্বোধনী জুটিতে জমা করেছিলেন ১০২ রান। কিন্তু চতুর্দশ ওভারে দুর্ভাগ্যবশত রানআউট হয়ে যান সৌম্য। সাজঘরে ফেরার আগে আটটি চার ও একটি ছয় মেরে করেছেন ৪০ বলে ৫৪ রান। তামিমও ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম অর্ধশতক পূর্ণ করতে বেশি সময় নেননি। কিন্তু তামিমের অর্ধশতক পূর্ণ হওয়ার পরপরই খেলা বন্ধ করতে হয় বৃষ্টির কারণে। স্বল্প সময়ের এই বৃষ্টির জন্য অবশ্য খেলার দৈর্ঘ্য কমবে না। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে ডানহাতি ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। আঙুলের চোট পেছনে ফেলে মুশফিকুর রহিম উইকেটরক্ষণের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ দল গড়েছে চার পেসার নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আম্পায়ারিং বিতর্কের পর সীমিত ওভারের ম্যাচে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। পেশাদারত্বের পরিচয় দিয়ে দুই দেশের অধিনায়ক সে ঘটনাকে পাত্তা দিতে চাননি। কিন্তু বাংলাদেশের সেই আক্ষেপভরা হার তো সমর্থকরা সহজে মুছে ফেলতে পারেননি মন থেকে। আর সেটা বাড়তি উত্তাপ ছড়াচ্ছে ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ ঘিরে। একই সঙ্গে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার হাতছানি আছে বাংলাদেশের সামনে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাসও হয়তো মানসিকভাবে এগিয়ে রাখবে স্বাগতিকদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের যেকোনো একটি জিতলেই ওয়ানডে র্যা ঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে উঠে যাবে সপ্তম অবস্থানে। পূরণ হবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন। নতুন বার্তা/মোআ
No comments:
Post a Comment