যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা উচ্চ পর্যায়ের বৈঠক ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৫ জুন, ২০১৫ ১০:৩৯:৪৯ যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যকার রাজনৈতিক সংকট নিরসনে হাইতিতে রোববার এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির একজন কাউন্সেলর থমাস শ্যানন, ভেনেজুয়েলার ন্যাশনাল এ্যাসেম্বলির প্রধান দিয়োসদাদো ক্যাবেলোর সঙ্গে বৈঠক করেন। ভেনেজুয়েলার কর্মকর্তাদের টুইটার বার
্তা থেকে জানা যাচ্ছে উভয় দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করতে সম্মত হয়েছে। রোববারের বৈঠকে শ্যানন এবং ক্যাবেলো দুই দেশের সম্পর্ক উন্নয়নে একত্রে কাজ করার ব্যপারে সম্মত হন বলে জানা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে, যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার নমনীয় মনোভাব দেখে এমন একটি বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছিলেন সংবাদদাতারা। সম্প্রতি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর রাজনীতিক দিয়োসদাদো ক্যাবেলোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তদন্ত করছে ওয়াশিংটন। ক্যাবেলো সেই অভিযোগ অস্বীকার করলেও, সেই প্রেক্ষাপটেই রোববারের ঐ বৈঠক আয়োজন করা হয় বলে জানা যাচ্ছে। এর আগে এপ্রিলে, কারাকাসে আরেকটি বৈঠক হয়, যেখানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেন শ্যানন। বছরের শুরুতে, ভেনেজুয়েলা যুক্তরাষ্টের মদদে এক সামরিক ক্যু’র অভিযোগে, দেশটিতে মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর নির্দেশ দিলে দু’দেশের সম্পর্কের চরম অবনতি হয়। জবাবে, যুক্তরাষ্ট্রও ভেনেজুয়েলাকে নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা দেয়। সূত্র: বিবিসি এআর
No comments:
Post a Comment