ঢাকা: ওয়ানডে ক্রিকেটটা বাংলাদেশের অস্থিমজ্জায় গেঁথে গেছে। বিশ্বকাপ, পাকিস্তান সিরিজ জয় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ওয়ানডে খেলার মেজাজ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বোলিংকে রীতিমতো শাসনই করছে বাংলাদেশের ওপেনিং জুটি। তামিম ইকবাল ও সৌম্য সরকারের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৯ রান তুলেছে স্বাগতিকরা। আকাশে মেঘের উড়াউড়ি থেমে নেই। দিনদুপুরে ফ্লাড
লাইটের আলোতে চলছে ম্যাচ। তাতেই তামিম-সৌম্য ব্যাট হাতে তুলোধুনো করছেন ভারতীয় বোলারদের। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারদের জীবন কঠিন করে তুলেছেন বাংলাদেশের দুই বাঁহাতি ওপেনার। দুজনই হাঁটছেন হাফ সেঞ্চুরির পথে। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টসভাগ্যের খেলায় জয় পান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এদিকে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ওপেনার লিটন দাস ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। ওয়ানডে জার্সিতে বাংলাদেশের ১১৭তম ও ১১৮তম ক্রিকেটার হচ্ছেন তারা দুজন। বাংলাদেশ খেলছে চার পেসার নিয়ে। মাশরাফি, রুবেল, তাসকিনের সঙ্গে একাদশে থাকছেন মোস্তাফিজ। একাদশে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এছাড়া মুমিনুল হক ও রনি তালুকদার ঠাঁই পাননি একাদশে। ভারতীয় দলের একাদশে জায়গা পাননি আকসার প্যাটেল, স্টুয়ার্ট বিনি, আম্বাতি রাইডু ও ধাওয়াল কুলকার্নি। দুই দলের মধ্যকার এটি ৩০তম ওয়ানডে। নতুন বার্তা/ জেএ
No comments:
Post a Comment